বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ৭ জন রোগীর দালালকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বহিঃবিভাগ থেকে সোমবার তাদেরকে আটক করা হয়। আটককৃত হলো- তানজিলা (১৮), সনিয়া (২৪), আসমা (৩২), নাদিম (৪০), মনিরুল ইমলাম (৩০), জহিরুল ইসলাম (৩০) ও বাবুল (৪০)।
ডিবির এসআই হেলালুজ্জামান জানিয়েছেন, হাসপাতাল চত্বরে র্দীঘদিন ধরে এ চক্রটি গরীব-অসহায় রোগীদের ভুল বুঝিয়ে তাদের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতো। এমন অভিযোগের ভিত্তিতে হাসপাতালের অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।