শেবাচিম হাসপাতাল থেকে নারী দালালসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক
এম. কে. রানা - বার্তা প্রধান ইনিউজ৭১
প্রকাশিত: সোমবার ৫ই অক্টোবর ২০২০ ০৫:১৯ অপরাহ্ন
শেবাচিম হাসপাতাল থেকে নারী দালালসহ আটক ৭

বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ৭ জন রোগীর দালালকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বহিঃবিভাগ থেকে সোমবার তাদেরকে আটক করা হয়। আটককৃত হলো- তানজিলা (১৮), সনিয়া (২৪), আসমা (৩২), নাদিম (৪০), মনিরুল ইমলাম (৩০), জহিরুল ইসলাম (৩০) ও বাবুল (৪০)।

ডিবির এসআই হেলালুজ্জামান জানিয়েছেন, হাসপাতাল চত্বরে র্দীঘদিন ধরে এ চক্রটি গরীব-অসহায় রোগীদের ভুল বুঝিয়ে তাদের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতো। এমন অভিযোগের ভিত্তিতে হাসপাতালের অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।