=সামাজিক যোগাযোগ ফেসবুকে আত্মীয়-স্বজন ও তার হিতাকাঙ্খী প্রিয় বন্ধু সকলেই শোক বার্তা জানিয়েছেন। আজ সরাইল- নাসিরনগর আঞ্চলিক সড়কে মোটর সাইকেল আরোহী সিফাত-(২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (১২ই অক্টোবর) বিকেল চারটা দিকে সরাইল-নাসিরনগর-লাখাই কুন্ডা বেরিবাঁধ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ গ্রামের আবদুস সামাদ মিয়া'র ছেলে নিহত সিফাত। পথচারীরা জানান, আজ বিকেলে তার বন্ধুকে নিয়ে মোটর সাইকেলযোগে বেরিবাঁধ এলাকায় ঘুরতে যায়। সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের নাসিরনগরের কুন্ডা বেরিবাঁধ এলাকায় গেলে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই সিফাত মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।