সরাইল রিপোর্টার্স ইউনিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সর্বজনের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ১৭ই অক্টোবর ২০২০ ০৫:১৮ অপরাহ্ন
সরাইল রিপোর্টার্স ইউনিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সর্বজনের মিলন মেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা আয়োজন করে সংগঠনটি। শুক্রবার সন্ধ্যায় সরাইল সদরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক পর্বের উদ্বোধন করেন। এরআগে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া করানো হয়।পরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠানে ‘আগামী দিনের সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন ৩১২ -এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)। বিশেষ অতিথি সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে'র পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন, ইংরেজি দৈনিক এশিয়ান এইজ পত্রিকার নিউজ এডিটর মো. সুজন মিয়া, রিপোর্টার্স ইউনিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, অনলাইন নিউজ পোর্টাল 'বিবিসি টুয়েন্টি ফোর নিউজ ডটকম'-এর হেড অব দ্যা নিউজ এমডি জালাল মিয়া। 

রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা, সাবেক অতিরিক্ত সচিব ও প্রবীণ আওয়ামী লীগ নেতা ফরহাদ রহমান মাক্কি'র সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটির সদস্য (অর্থ) অহিদুজ্জামান লস্কর অপু'র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব তাসলিম উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আবু হানিফ, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী, হাজী ইকবাল হোসেন, মোঃ বশির উল্লাহ, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক প্রমূখ।

বক্তারা বলেন, গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভ যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে সংবাদ মাধ্যম সেগুলোকে প্রভাবিত করে। সুষ্ঠুভাবে চলতে পথ প্রদর্শন করে। তাই রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হবার জন্য সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এ সময় রিপোর্টার্স ইউনিটিতে কর্মরত সাংবাদিকরা ছাড়াও ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সংগঠনের কার্যালয়ে সাবেক-বর্তমানদের প্রীতি আড্ডা অনুষ্ঠিত হয়।সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি ২০০২ সালে যাত্রা শুরু করে। দীর্ঘ ১৮ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সরাইলে সাংবাদিকতা চর্চা করে আসছে সংগঠনটি।