মোদির অভিনন্দন বাইডেন ও কমলাকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৮ই নভেম্বর ২০২০ ১১:৩০ পূর্বাহ্ন
মোদির অভিনন্দন বাইডেন ও কমলাকে

মার্কিন প্রেসিডেন্ট পদে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পেনসিলভেনিয়ার ফল ঘোষণার পরেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয় সুনিশ্চিত হয়ে যায়। এর পরেই বাইডেনের উদ্দেশে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী।জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে মোদি টুইটে লেখেন, 'আশা রাখি ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে একত্রে কাজ করবে।’ 

বাইডেনের এই জয়কে তিনি দর্শনীয় হিসেবে উল্লেখ করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতের প্রতি বাইডেনের ইতিবাচক ভূমিকার কথাও তিনি স্মরণ করিয়ে দেন। বলেন, ‘ভারত-আমেরিকা সম্পর্ক শক্তিশালী করে তুলতে আপনার অবদান গুরুত্বপূর্ণ ও অমূল্য ছিল।’তিনি আরও লেখেন, ‘ভারত-মার্কিন সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি আরও একবার আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

কামালা হ্যারিস হতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। জানুয়ারিতে তারা দায়িত্ব নেবেন। কমলা হ্যারিসকেও আলাদা করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি। হ্যারিসের এই জয়কে ‘পাথব্রেকিং’ হিসেবে উল্লেখ করে মোদি বলেন, ‘সমস্ত ইন্দো-আমেরিকানের কাছে আপনার এই জয় গর্বের।’ মোদি আশা প্রকাশ করেন, কমলা হ্যারিসের সমর্থন ও নেতৃত্বে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার হবে।