উল্লাপাড়ায় করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
পারভেজ সরকার স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার ৭ই ফেব্রুয়ারি ২০২১ ১২:১৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার (৭ ফেব্রুয়ারী) বহু কাঙ্খিত করোনার (কোভিড-১৯) টিকাদান কার্যক্রমের উদ্বোধন করলেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন।


একই সঙ্গে টিকা নেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মীরা। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।


  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার  (রোগ নিয়ন্ত্রন)  ডাক্তার আলামিন হোসেন প্রমুখ।