সরাইলে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ১৮ই জুলাই ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ন
সরাইলে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করা, উন্নয়নের প্রচারণা ও সংগঠনকে গতিশীল করতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।সরাইল উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে সোমবার (১৭ জুলাই) বিকেলে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.আমিন খানের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক মো. হোসেন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন. বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাংগঠনিক সম্পাদক  কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ,


কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মো.নাজিম উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.শরিফ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক আহমেদ বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মো. বাবুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মো. ফারুক হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মো. সোহাগ সহ উপজেলা নয়টি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন,