টেকনাফে এক মাসধরে খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রের

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: রবিবার ৭ই ফেব্রুয়ারি ২০২১ ০১:১৬ অপরাহ্ন
টেকনাফে এক মাসধরে খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রের

টেকনাফের হ্নীলায় নুরানী মাদ্রাসার এক ছাত্র বাড়ি হতে খেলাধুলার জন্য বের হয়ে গত এক মাস ধরে নিখোঁজ রয়েছে। সে হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী পাড়ার আলী আহমদ প্রকাশ সোনা মিয়া পুত্র মোঃ নুরুল আমিন (১৩) এবং মাঝের পাড়া নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ওই পরিবারের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। 


নিখোঁজ ছাত্রের পিতা আলী আহমদ প্রকাশ সোনা মিয়া জানান, কোভিড-১৯ এর কারণে মাদ্রাসা বন্ধ ছিল। এর প্রেক্ষিতে বন্ধু-বান্ধবদের সাথে খেলাধুলার উদ্দেশ্যে গত ৪ জানুয়ারী বিকাল ৩টারদিকে ঘর হতে বের হয়। তখন থেকে এখনো নিখোঁজ রয়েছে। তাকে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজার পরও আজ অবধি খোঁজ মেলেনি। 


সে ২ বোন এবং ৩ ভাইয়ের মধ্যে ৪র্থ সন্তান। বাড়ি হতে বের হওয়ার সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট, খয়েরী রংয়ের গেঞ্জি, আকাশী কালারের একটি জ্যাকেট। তিনি আরো জানান, এ ব্যাপারে ৭ ফেব্রুয়ারি টেকনাফ মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। যার নং- ৩১৯। কোন সুহৃদবান ব্যক্তি ওই ছাত্রের সন্ধান পেলে ০১৮২৩-৯৬৫৪৪১,০১৯৯১-৫৫৯১৮০-এই নাম্বারে যোগাযোগের জন্য আহবান জানান।