দৈনিক মানবজমিনের পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মাহমুদ হাসান রাজিবের পিতা মো. বশির আহমেদ মৃধা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পশুরবুনিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মরহুমের পরিবার জানিয়েছেন, দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থ্যতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে তার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরে শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছে রাঙ্গাবালী প্রেস ক্লাব।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।