নেত্রকোনায় পানিতে ডুবে ২শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: রবিবার ১লা আগস্ট ২০২১ ০৯:১৬ অপরাহ্ন
নেত্রকোনায় পানিতে ডুবে ২শিশুর মৃত্যু

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় রবিবার পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে।



স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, খালিয়াজুরী সদর ইউনিয়নের আদাউড়া গ্রামের জীবন সরকারের মেয়ে শ্রীয়সী সরকার (২) দুপুরের দিকে বাড়ীতে খেলা করছিল। 



শিশুটির মা সোমা রানী জানান, বেলা সাড়ে ১২টার দিকে শ্রীয়সীকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুজি শুরু করে। বেলা ১টার দিকে বাড়ীর সামনে পানিতে শিশুটিকে ভাসতে দেখে তার পরিবারের লোকজন দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 



কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মাসুদুর রহমান শিশুটিকে মৃত ঘোষণা করেন। 



অপরদিকে মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২) সকাল ১১টার দিকে বাড়ীতে খেলা করার সময় বাড়ীর সামনে পানিতে পড়ে যায়। 



পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিক খালিয়াজুরী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মাসুদুর রহমান শিশু তরিকুলকে মৃত ঘোষণা করেন। 



খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতাউল গনি ওসমানী পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।