আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধ ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে করনীয়তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উত্তরণ-অপ্ররিরোধ্য প্রকল্পের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ভূমি কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা।
উত্তরণ এর সিএম শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউএইচএ ডাঃ সুদেষ্ণা সরকার। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ দীপন বিশ্বাস, এমও ডাঃ মিঠুন, ভূমি কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, সহ-সভাপতি জি এম মুজিবুর রহমান, সহকারী প্রকল্প সমন্বয়কারী বিলকিস, হিসাব রক্ষক আক্তারুজ্জামান প্রমুখ।
সভায় করোনা ভাইরাস প্রতিরোধে উল্টরণের উদ্যোগে বাস্তবায়িত কর্মকান্ডের কথা উল্লেখ করে আগামীতে করোনা প্রতিরোধে এবং ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের হাত থেকে এলাকাবাসীকে রক্ষায় করনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।