শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য - এ স্লোগানকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হিজলা উপজেলার উদ্যোগে শনিবার(২৮ ডিসেম্বর) সকাল ১১টায়, বি এল(পাইলট) বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলার সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলার সভাপতি এড. জহির উদ্দিন মুহা: ইয়ামিন, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, হিজলা উপজেলার উপদেষ্টা অধ্যাপক নুরুল আমিন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।
দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ খলিলুর রহমানকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলার সভাপতি এবং মোঃ জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে (২০২৫-২০২৬) এর নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।