গত ২১ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে জেলা আওয়ামী লীগের সদস্য ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাসের জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগ নিয়ে অসত্য ও উদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে বালিয়াকান্দিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ অক্টোবর) বিকেলে জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা ও জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে যে বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে অভিযোগ করেন আওয়ামী লীগের কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। অথচ তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রয়েছেন। মূলত তিনি বিএনপির সাথে আতাঁত করে আওয়ামী লীগকে দ্বিখন্ডিত করার অপচেষ্টা চালাচ্ছেন।
এ সময় বক্তারা আরও বলেন তিনি বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া সত্বেও সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করছেন। সরকারের অর্থায়নে নির্মিত ইউনিয়ন পরিষদের প্রধান ফটক তার অর্থায়নে নির্মিত দাবী করে নিজের নাম ও ছবি টানিয়েছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদে ব্যাপক দুর্নীতি অভিযোগ উঠেছে। নৃপেন্দ্র নাথ বিশ্বাসকে মিথ্যাচার থেকে বের হয়ে আওয়ামী লীগের মূল ধারায় ফিরে আসার আহ্বান জানান বক্তারা।
জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কল্লোল বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জীবন কৃষ্ণ সরকার, তপন কুমার বিশ্বাস, শেখর চন্দ্র রায়, ধরণী কান্ত বিশ্বাস, সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান মোল্ল্যা, দপ্তর সম্পাদক নিখিল রঞ্জন বসু, সদস্য হরিচরণ সরকার ও সলিল চন্দ্র বিশ্বাস।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।