আড়াই কোটি টাকার কারেন্ট জাল পুড়লো আগুনে

নিজস্ব প্রতিবেদক
সাজিদ হিটলার, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই অক্টোবর ২০২১ ১০:৪৩ অপরাহ্ন
আড়াই কোটি টাকার কারেন্ট জাল পুড়লো আগুনে

মা ইলিশ রক্ষায় মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিনভর অভিযান চালিয়ে আট লাখ বিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয় ৩০ কেজি মা ইলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সালাম।


আব্দুস সালাম জানান, কাজিপুরা, চরকালিপুরা ও চর ঝাপটা এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন নদীতে পাতানো অবস্থায় আট লাখ বিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এসময় ৩টি ইঞ্জিন চালিত নৌকা ও ৩ কেজি মা ইলিশও জব্দ করা হয়।


তিনি আরও জানান, জব্দকৃত নৌকাগুলো নৌ পুলিশের হেফাজতের রেখে মালিকের সন্ধান করা হচ্ছে। এছাড়া জব্দকৃত ৩০ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত আট লাখ মিটার বিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নদীর তীরে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায় বলেও তিনি জানান।