ইবি কেন্দ্রে 'বি' ইউনিটের গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৪শে অক্টোবর ২০২১ ০৪:১১ অপরাহ্ন
ইবি কেন্দ্রে 'বি' ইউনিটের গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন

গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষা শুরু হয়। অভিন্ন প্রশ্নপত্রে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে মানবিক অনুষদভুক্ত ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।


এর মধ্যে ইবি কেন্দ্রে প্রায় ৫ হাজার ৯শত ২০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে প্রায় শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


গুচ্ছ পদ্ধতি'র 'বি' ইউনিটের ইবি কেন্দ্রের সমন্বয়কারী অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শার্মা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 'বি' ইউনিটের পরীক্ষায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রায় শতভাগ উপস্থিতি ছিলো। 'বি' ইউনিট ভর্তি পরীক্ষায় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।