সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ৪ঠা ডিসেম্বর ২০২১ ০৭:৩৫ অপরাহ্ন
সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড আল ইসলাহ’র কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ড শাখার কাউন্সিল-২০২১ গত ২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় উপশহরের একটি প্রাইভেট প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হয়।কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশা।


ওয়ার্ড শাখার আহবায়ক মাওলানা আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও মহানগর আল ইসলাহ’র প্রচার সম্পাদক ও ৪নং জোন সমন্বয়ক হাফিজ মাওলানা জিয়াউল ইসলাম মুহিত এর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ জইনুদ্দীন, আল কুরআন মেমোরাইজিং সেন্টার এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ এমরান উদ্দিন চৌধুরী, মহানগর আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়জুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইউনুস আহমদ, ৩নং জোন সমন্বয়ক মাওলানা কাজী মোঃ জয়নুল ইসলাম মুনিম।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা রায়হান আহমদ রাজু, হাফিজ মাছুম আহমদ দুধরচকী,প্রমুখ।কাউন্সিলে মাস্টার আব্দুল আজিজকে সভাপতি, হাফিজ মাছুম আহমদ দুধরচকীকে সাধারণ সম্পাদক ও লিটন আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।