মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর ছবির কপিরাইট রাষ্ট্রের: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই ডিসেম্বর ২০২১ ০৩:৫৫ অপরাহ্ন
মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর ছবির কপিরাইট রাষ্ট্রের: হাইকোর্ট

মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির কপিরাইট কেউ নিতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে বলা হয়, এগুলোর কপিরাইট একমাত্র রাষ্ট্রের।মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।


এর আগে গত বছরের ৩১ আগস্ট বঙ্গবন্ধুর নামে বইয়ের মেধাস্বত্ব চুরি ও গ্রন্থস্বত্ব জালিয়াতির ঘটনায় ‘জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড’ ও ‘স্বাধীকা পাবলিশার্স’ নামে দুটি প্রকাশনা সংস্থার মালিক সাংবাদিক নাজমুল হোসেনের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন।


আজ আদালতে আইনজীবী সুমনের পক্ষে ছিলন আইনজীবী অনিক আর হক, নাজমুল হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।রায়ের পর শাহ মঞ্জুরুল হক বলেন, ‘ছবিগুলো সংগ্রহ করা হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধ মেমোরিয়াল ট্রাস্ট থেকে। এখন আমরা ছবিগুলোর কপিরাইট দাবি করবো না। তবে বইয়ের কপিরাইট আমাদেরই থাকবে।’


অন্যদিকে আইনজীবী অনিক আর হক বলেন, ‘আদালত আদেশ দিয়েছে, বঙ্গবন্ধুর ছবিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো স্বত্ব থাকবে না। বঙ্গবন্ধুর ছবির স্বত্ব থাকবে জনগণের কাছে, রাষ্ট্রের কাছে। এখানে কেউ নিজের কপিরাইট দাবি করতে পারবে না।’তিনি আরও বলেন, যারা বইগুলো ইতোমধ্যে প্রকাশ করেছেন, সেগুলোতে তারা আবার সংগ্রহ করে প্রত্যেকটিতে লিখে দেবেন যে, বইগুলোতে ব্যবহার করা ছবির স্বত্ব প্রকাশকের নয়।