ভূঞাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার ১৮ই ডিসেম্বর ২০২১ ০৫:১৫ অপরাহ্ন
ভূঞাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’-এ প্রতিপাদ্যকে নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শিক্ষাবিদ অধ্যাপক শংকার দাশ, অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক প্রমুখ।