“ব্যাটারী চালিত যানবাহন উচ্ছেদ নয়, আধুনিকায়ন করা সহ বিভিন্ন দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে ব্যাটারী চালিত রিক্সা ভ্যান ও ইজিবাইজ চালক সংগ্রম পরিষদ জেলা কমিটি। সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর ত্রিশটি ওয়ার্ড থেকে শত শত শ্রমিক মিছিল নিয়ে সদররোড সমাবেশস্থলে জড়ো হয়। এ সময় নগরীর সদররোড, গীর্জামহল্লা ও কাটপট্টি সড়ক সহ আশপাশের কয়েকটি সড়ক অচল হয়ে পড়ে। সমাবেশে বিভিন্ন দাবী তুলে ধরে সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন শ্রমিক নেতৃবৃন্দ।
সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুম্মনের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী। এসময় আরো বক্তব্য রাখেন নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হাসেম মাস্টার, মোঃ রনি, মনির, শ্রমিক নেতা দুলাল মল্লিক, মোঃ জসিম ও মোঃ তাহের প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ব্যাটারীচালিত ইজিবাইক বন্ধ করার পূর্বে সকল গাড়ীর মূল্য বাবদ দেড় লক্ষ টাকা সহ সকল চালকদের কর্মসংস্থান নিশ্চিত করার পূর্বে উচ্ছেদ করার চেষ্টা করা হলে সারাদেশে এই আন্দোলন গণ আন্দোলনে পরিনত করা হবে। বক্তারা বলেন, সরকার এখন কতিপয় স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষায় আদালতকে ব্যবহার করে ব্যাটারীচালিত ইজিবাইক রিক্সা বন্ধ করার মাধ্যমে গরিবের ঘরের বাজার কেড়ে নেয়ার মিশনে নেমেছে। ইজিবাইক বন্ধ করা হলে বেকার হয়ে যাওয়া শ্রমিক সদস্যরা সারা দেশের যারবাহন সহ নৌ-যান বন্ধ করে দেয়ারও হুশিয়ারী দেন বক্তারা। পরে ১০ সহ¯্রাধিক শ্রমিক সদররোড থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু উদ্যান হয়ে বরিশাল জেলা প্রশাসক বরাবর এক স্বারকলিপি প্রদান করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।