আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারী’২২। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের পোষ্টার, ব্যানার টানানো ও মাইকিং, সভা, পথ সভা করে চলেছেন। তবে নির্বাচন কমিশনের দেওয়া আচরণ বিধিমালা অমান্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিভিন্ন ইউনিয়নে প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। অনেক রাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচার। নির্বাচন কমিশনের আইন রয়েছে প্রার্থীদের পোস্টার নির্বাচনী এলাকায় অবস্থিত দেয়ালে লাগানো যাবে না। কিন্তু সেটা কেউই মানছেন না। বিভিন্ন ঘরের দেয়াল, বিদ্যুতের খুঁটি, শৌচাগার, গাছে গাছে প্রার্থীদের পোস্টার লাগানো হয়েছে। বাদ যায়নি স্কুলের দেয়ালও। সকল ইউনিয়নে তেমন বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও ইতিমধ্যে প্রার্থীর তোরনে আগুন লাগানো, অফিসে হামলা, পোষ্টার ছিড়ে ফেলা, সমর্থকদের উপর হামলা, হুমকী ধামকীর অভিযোগও পাওয়া যাচ্ছে।
এবিষয়ে একাধিক ইউপি সদস্য পদপ্রার্থী বলেন, আমরা তো ছোট আকারে নির্বাচন করছি। চেয়ারম্যান প্রার্থীদের দেখেই আমরা দেয়ালে পোস্টার লাগিয়েছি।উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার জানান, সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের জন্য বিশেষ ভাবে আহবান করা হয়েছে। এখন পর্যন্ত কোন প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেননি বলে জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন খাঁন বলেন, প্রার্থীরা যাতে আচরণ বিধি লঙ্ঘন করতে না পারে, সে ব্যাপারে মোবাইল কোর্ট প্রস্তুত রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।