বরিশালে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ১৪ই জানুয়ারী ২০২২ ০৬:০৭ অপরাহ্ন
বরিশালে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মানববন্ধন

বরিশাল নগরের হোটেল ওয়াজেদিয়ার বাবুর্চিসহ তিনজনের বিরুদ্ধ মামলা প্রত্যাহার ও ১৫ দফা দাবি আদায়ের লক্ষ বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা কমিটি। 


মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নন কেন্দ্র বরিশাল জেলা কমিটির সহ সভাপতি স্বপন দত্ত। বক্তব্য রাখেন, এ্যাডভোকেট এ কে আজাদ, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হাশেম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ সাধারন সম্পাদক তুষার সেন, হোটেল কর্মচারি ইউনিয়নের বাবুল হোসেন, রুমি তালুকদার, মো. শামীম প্রমুখ। 


হোটেল কর্মচারিরা জানান, করোনা মহামারিতে হোটেল বন্ধ থাকার পর নগরের গীর্জা মহল্লা এলাকার  হোটেল ওয়াজেদিয়ার বাবুর্চিসহ তিন জন বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। বকেয়া বেতন না পেয়ে তারা বরিশাল শ্রম আদালতে একটি অভিযোগ করেন। 


এরই জের ধরে হোটেল ওয়াজেদুয়ার মালিক সারওয়ারের ছেলে হৃদয় রাজ ওই হোটেলের বাবর্চি  নাসির উদ্দিন মোল্লা, সহকারী বাবুর্চি মো. সেহেল ও কারিকর জামাল এর বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের করেন। মানববন্ধনে বক্তারা উক্ত মামলা প্রত্যাহার সহ ১৫ দফা দাবি তুলে ধরেন।