আত্রাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মজিবর রহমানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: রবিবার ৩০শে জানুয়ারী ২০২২ ০৬:১১ অপরাহ্ন
আত্রাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মজিবর রহমানের দাফন সম্পন্ন

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।


রবিবার বাদ যোহর উপজেলার ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় মাঠে গার্ড অব অনার এর মাধ্যমে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইখতেখারুল ইসলাম, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ,  উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকতারুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,  আত্রাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদসহ মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।