ভাষাশহীদদের প্রতি শরীয়তপুরে জেলা প্রশাসনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২১শে ফেব্রুয়ারি ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন
ভাষাশহীদদের প্রতি শরীয়তপুরে জেলা প্রশাসনের শ্রদ্ধা

বাঙালি জাতিসত্তা বিকাশের এক অনুপম উদাহরণ বায়ান্নর ভাষা আন্দোলন। পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছ থেকে মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার ছিনিয়ে আনতে বুকের তাজা রক্ত দান করে শহিদ হয়েছিলেন সালাম, বরকত,রফিক, জব্বার,শফিউর সহ নাম না জানা অনেকে। আজ ২১ ই ফেব্রুয়ারি ২০২২,মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাংলা ভাষার জন্য প্রাণোৎসর্গকারী শহিদদের প্রতি শরীয়তপুর জেলাপ্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোছিফ আহমেদ সহ জেলাপ্রশাসন, শরীয়তপুরের অন্যন্যা কর্মকর্তগণ। পরবর্তীতে জেলাপ্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান বিভিন্ন পেশাজীবী (ট্রাক ড্রাইভার,রিকশাচালক, ভ্যান চালক) দের মাঝে কম্বল বিতরন করেন