হার্টের ভালভ বিকল আক্রান্ত রোগীর পাশে মেমোরিয়াল ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১২ই ফেব্রুয়ারি ২০২২ ০৫:০১ অপরাহ্ন
হার্টের ভালভ বিকল আক্রান্ত রোগীর পাশে মেমোরিয়াল ফাউন্ডেশন

রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় দীর্ঘদিন যাবৎ হার্টের দুটি ভালভ বিকল হয়ে যাওয়া ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়ে পাশে দাড়ালেন জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন।


শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রোগীর হাতে নগদ অর্থ প্রদান করেন জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি আঃ সালাম মৃধা। জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া গ্রামের জনাব আলী সরদারের ছেলে লিটন সরদার দীর্ঘদিন যাবৎ হার্টের ভালভ বিকল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।


দেশে চিকিৎসকের পরামর্শমতে উন্নত চিকিৎসার জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি ইন্ডিয়ার উদ্দেশ্যে যাবেন। এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় এলাকার মাতব্বর আব্দুল হাই শেখ, উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম নান্নু, মো. রেজাউল মুন্সীসহ এলাকার অন্যন্যা ব্যক্তিবর্গ। জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি আঃ সালাম মৃধা বলেন, দেশে বর্তমানে করোনার ভয়াবহ সংক্রমণ চলছে।


এই করোনা মহামারি শুরুর আগে থেকেই জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন এর পক্ষ বিভিন্ন সময় অসহায়দের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। এরই অংশ হিসাবে দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া গ্রামের হার্টের দুটি ভালভ নষ্ট আক্তান্ত রোগী লিটন সরদার কে চিকিৎসার জন্য নগত বিশ হাজার টাকা আর্থিক অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ্ জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের পাশে থেকে সহযোগীতার হাত বাঁড়িয়ে দিবে।