কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনিসুর রহমান আপেল নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কের তালতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান আপেল ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আমির হোসেনের ছেলে ও কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয়রা জানায়, সোনাহাট স্থলবন্দর সড়কের তালতলা নামক এলাকায় একটি পাথরবাহী ট্রাক আনিসুর রহমান আপেলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে সড়কের উপর পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল আরোহীকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়েছিল।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়া ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।