মাদককে না বলি খেলাধুলায় সুস্বাস্থ্য গড়ি

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: শনিবার ২৬শে মার্চ ২০২২ ১১:০২ অপরাহ্ন
মাদককে না বলি খেলাধুলায় সুস্বাস্থ্য গড়ি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেবীদ্বার ওয়াহেদপুর সময়ের বাতিঘর আদর্শ যুব সংঘের উদ্যোগে ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে সুলতানপুর একাডেমী বনাম ওয়াহেদপুর একাডেমির মাঝে উক্ত ফাইনাল খেলাটি ওয়াহেদপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।


সুবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়ার সভাপতিত্বে এবং সামসুল হক সানি ও ইব্রাহিম খলিল'র ধারাভাষ্যে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও কলামিস্ট এবিএম আতিকুর রহমান বাশার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম জে মামুন, সোহাগ রানা সোহেল। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শাহিদুল ইসলাম, শফিউল আলম রাজীব, ডা. সুমন সরকার, নান্নু মিয়া মেম্বার, আব্দুল আলীম সরকার, ডা.এম হারুনুর রশিদ, সফিউল্লাহ ভূঁইয়া প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে এবিএম আতিকুর রহমান বাশার বলেন, "মাদককে না বলি খেলাধুলায় সুস্বাস্থ্য গড়ি" খেলাধুলা মানুষের দেহ মন দুটোকেই সুস্থ রাখে। তাই নিজে ভালো থাকতে এবং স্বাস্থ্যকে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি এই খেলার আয়োজক ওয়াহেদপুর সময়ের বাতিঘর আদর্শ যুব সংঘ কমিটিকেও ধন্যবাদ জানান।