সাতক্ষীরার কালিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে থেকে রোজিনা পারভীন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ উপজেলার বাজারগ্রাম কাশেমপুর এলাকার মোহাম্মদ রায়হান আলীর মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদ উপজেলার মোহরপুর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী। সূত্র জানান, শফিকুল ইসলামের সাথে নিহত রোজিনা পারভীনের কয়েক বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়।
বিয়ের পর থেকে ওই দম্পতি কালিগঞ্জ উপজেলা পরিষদের পাশে ভাড়াবাড়িতে বসবাস করতো। বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। এরই সূত্রধরে শনিবার দিবাগত রাতে রোজিনা ও শফিকুলের মধ্যে ঝগড়া হয়। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে রোজিনা পারভীনের মৃতদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী পলাতক রয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। নিহত রোজিনা পারভীনের স্বামী পলাতক রয়েছে। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।