আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী চলবে দেশের প্রথম ডিজিটাল জনশুমারি গদৃহগণনা ২০২২ উপলক্ষ্যে ‘‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’’ এই পতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা হলরুমে উপজেলা শুমারি স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, অফিসার ইনচার্জ বনি আমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা, পরিসংখ্যান কর্মকর্তা পরিতোষ মজুমদার, জোনাল অফিসার মোহাম্মদ সাইফুদ্দিন, চপল তালুকদার, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।