বরিশালে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শনিবার ২৮শে মে ২০২২ ০৭:১৭ অপরাহ্ন
বরিশালে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা

বরিশালের উজিরপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী আরাফাত হোসেন রাজিব(২৮)আত্মহনন করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মে) বেলা দুপুরে উজিরপুর মডেল থানা পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করে।


মৃত আরাফাত হোসেন রাজিব(২৮)উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক।


মৃতের ভাই সাকিবুর রহমান জানান, শুক্রবার সকালে রাজিব ও তার স্ত্রীর মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে বাক-বিতান্ডা ও রাগারাগির ঘটনা ঘটে। এরপর ওইদিন বিকেলে রাজিবের স্ত্রী অভিমান করে বাপের বাড়ি চলে যায়।


আর রাজিবও অভিমান করে বাড়িতেই থেকে যায়। সবশেষ শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যায় রাজিব, এরপর সকাল পর্যন্ত তার আর কোন সারাশব্দ পাওয়া যায়নি। খোজ না পেয়ে ঘরের বেড়া ভেঙ্গে ভেতরে ঢুকে আড়ার সাথে রাজিবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন বলে জানান ভাই সাকিবুর। অভিমান করেই রাজির আত্মহনন করেছে বলে দাবি তার।


পরে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মেহেদী হাসান মিলন ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। 


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলী আর্শাদ জানান, কোনপক্ষের অভিযোগ না থাকায় নিয়মানুযায়ী স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।