দিনাজপুরের ফুলবাড়ীতে ইটবোঝাই ও আলুবোঝাই দুই ট্রাকের সংঘর্ষে দু'জন নিহত হয়েছে। আহত হয়েছেন একজন।ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়ায় গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, নিহতরা ইট বোঝাই ট্রাকচালক সরুয়ার হোসেন (৪৫) এবং সে ট্রাকের হেলপার সাইফুল ইসলাম (৪৮)।
এ ঘটনায় নিহত দু'জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত অপর আলু বোঝাই ট্রাকের হেলপার সাইদুল ইসলামকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক দুটি পুলিশের হেফাজতে রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।