টেকনাফের অলোচিত নুরুল হক ভুট্রো (৩০) হত্যা মামলার আরও দুই আসামীকে আটক করা হয়েছে।ধৃতরা হলেন- টেকনাফ সদরের মৌলভী পাড়ার আলী আহমদের ছেলে আবদুল খালেক (২৮) ও অপরজন সন্দেহজনক আসামি মো. ইসমাইল (৩০)। তবে তাদের বিরুদ্ধে অন্যান্য মামলাও রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ জুন) বেলা দুইটার দিকে টেকনাফ সদরের মৌলভী পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ১৫ মে নুরুল হক ভুট্টোকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে ১৭ জনকে এজাহারী নামীয় ও অজ্ঞাত ৮/১০ এর বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন। যার মামলা নং-৪৭ তারিখ-১৬-০৫-২০২২। এপর্যন্ত পাঁচ আসামি আটক করা হলো।
মামলার তদন্ত কর্মকর্তা টেকনাফ মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) এস এম রউফ বুলবুল জানান, দুইজনের মধ্যে একজন ভুট্টো হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। অন্যজনকে সন্দেহজনক হিসাবে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অন্যান্য মামলাও রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।