পদ্মায় জেলের জালে সাড়ে ২২ কেজির পাঙ্গাশ

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: রবিবার ১৯শে জুন ২০২২ ০৩:০৪ অপরাহ্ন
পদ্মায় জেলের জালে সাড়ে ২২ কেজির পাঙ্গাশ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর মোহনায় রবিবার (১৯ জুন) ভোর ৬টার দিকে মুনতাজ বিশ্বাস হালদারের জালে সাড়ে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।


দৌলতদিয়া ৬নং ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, আজ রবিবার সকালে দৌলতদিয়া হালিম সরদারের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে সাড়ে ২২ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি ১৩'শ টাকা প্রতি কেজি দরে মোট ২৯ হাজার ২৫০ টাকায় ক্রয় করি। পরে মাছটি ৬নং ফেরি ঘাটের পন্টুনের সাথে বেঁধে রেখেছি।  মাছটি বিক্রির জন্য ব্যবসায়ীদের সাথে মোবাইলফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে দেড় থেকে ২শ টাকা লাভে বিক্রি করবো বলে জানান এ মৎস্য ব্যবসায়ী।


এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান জানান, বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।