দেশে ব্যাংক খাতে সবচেয়ে বড় অপরাধ সংঘটিত হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।এক মামলার শুনানিকালে মঙ্গলবার (২৬ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।
শুনানির একপর্যায়ে আদালত বলেন, সবচেয়ে সাংঘাতিক ক্রাইম হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশ এগোবে কীভাবে। ঋণ জালিয়াতি-সংক্রান্ত দুর্নীতির মামলায় ইসলামী ব্যাংকের চার কর্মকর্তা আজ সকালে হাইকোর্টে হাজির হন। তারা আগাম জামিন চান।
শুনানিতে আসামিদের উদ্দেশে হাইকোর্ট বলেন, ‘আপনাদের ভেতরে (জেলে) পাঠাতাম, তবে টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হচ্ছে।’আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী ফৌজিয়া আক্তার। পরে ফৌজিয়া আক্তার বলেন, হাইকোর্ট আসামিদের আগাম জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।