কুয়াকাটায় ধরা পড়লো বিরল প্রজাতির দু’টি বাদুড় মাছ

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ২৫শে জুলাই ২০২২ ০৯:৪২ অপরাহ্ন
কুয়াকাটায় ধরা পড়লো বিরল প্রজাতির দু’টি বাদুড় মাছ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির দু’টি বাদুড় মাছ। অনেকটা বাদুড়ের মতো দেখতে হলেও এ মাছের আসল নাম লম্বা লেজী পাপড়ি। এর বৈজ্ঞানিক নাম রিহপনোপেটরা জাভানিকা বলে জানান মৎস্য অফিস সুত্রে।


মৎস্য বন্দর মহিপুরের তিমন ফিস নামক মাছের আড়তে (২৫ জুলাই) সোমবার দুপুরে মাছ দু’টি বিক্রি করতে নিয়ে আসে জাকির প্যাদা নামের এক জেলে। পরে বাদুড় মাছ দুটি হানিফ পল্লান নামের এক জেলে কিনে নিয়ে যান। এক একটি বাদুড় মাছের দৈর্ঘ্য ১ ফুট। এর প্রস্থ ১ ফুট। তবে বাদুড় মাছের লেজ প্রায় ২ ফুট লম্বা।


আড়তদার সুত্রে জানান, মাছ দুটির ওজন ২০ কেজি। রোববার দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছাকাছি চর বিজয় এলাকায় জালে ধরা পড়ে। 

জেলে জাকির প্যাদা সাংবাদিকদের জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে গিয়েছি। কাঙ্খিত ইলিশ পেয়েছি, সঙ্গে এ বাদুড় মাছ দু’টিও জালে ধরা পড়ে। আবহাওয়া অনুকুলে না থাকায় সোমবার সকালে মহিপুরে নিয়ে আসি। মাছ দুইটি মাত্র ৫ হাজার টাকায় বিক্রি করেছি।


মাছ দু’টির ক্রেতা ব্যবসায়ী হানিফ পল্লান জানান, এ মাছ সাধরণত আড়ত ঘাটে সচরাচর দেখা যায় না। তাই এর চাহিদা নেই। মাছ দুটি দুপুরের দিকে কিনেই ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এখন বিক্রি করতে পারলে ভালো, অন্যথায় লোকসান গুনতে হবে।


তবে বাদুড়, হাঙ্গর, শাপলাপাতা, নাংলা, খটকসহ আরো অনেক মাছ ধরা নিষিদ্ধ থাকলেও অহরহ এসব মাছ জেলেরা ধরে বিক্রিও করছেন। জেলেদের দাবী এসব মাছ তারা ইচ্ছে করে ধরছেন না। জালে বেধে মারা যাওয়ার কারনে তারা অন্যান্য মাছের সাথে তীরে নিয়ে আসছেন।