ভূঞাপুরে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল ২০ টি গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে জুলাই ২০২২ ০৬:১৮ অপরাহ্ন
ভূঞাপুরে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল ২০ টি গৃহহীন পরিবার

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২য় ধাপে ৩য় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।


বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ঈদ উপহার হিসেবে সারাদেশে ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উপজেলার পরিষদ অডিটোরিয়ামে ২০ টি পরিবারের মাঝে গৃহ ও জমির সনদ প্রদান করা হয়।


এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।