ভূরুঙ্গামারীতে খোলা বাজারে চাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১লা সেপ্টেম্বর ২০২২ ০৬:০১ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে খোলা বাজারে চাল বিক্রি শুরু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। 


খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা ভূরুঙ্গামারী বাসষ্ট্যান্ড ও ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদ মোড় এলাকায় প্রতিদিন চার টন করে চাল খোলা বাজারে বিক্রি করা হবে। প্রতি সপ্তাহে পাঁচ দিন ছয়জন ডিলার পর্যায়ক্রমে ২০ টন চাল বিক্রি করবেন। 


উদ্বোধনকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা খাদ‍্য নিয়ন্ত্রক আব্দুল আহাদ, জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


ভূরুঙ্গামারীর জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ বলেন, একজন ব্যক্তি ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল নিতে পারবেন। প্রত্যেক সপ্তাহে পাঁচ দিন চাল বিতরণ করা হবে।