বরিশালে ফিটনেসবিহীন ৪ অ্যাম্বুলেন্স মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৩রা জুলাই ২০২২ ০৫:৫২ অপরাহ্ন
বরিশালে ফিটনেসবিহীন ৪ অ্যাম্বুলেন্স মালিককে জরিমানা

বরিশালে ফিটনেস, ট্যাক্স টোকেন এমনকি চালকেরও নেই কোনো মোটর ড্রাইভিং লাইসেন্স। আবার যে যানটি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা আসলে কোনো অ্যাম্বুলেন্স নয়।  অ্যাম্বুলেন্সের কোনো সুবিধাও নেই। লক্কর ঝক্কর মাইক্রোবাসে কোনোমতে একটি ট্রলি সিট বসিয়ে ব্যবহার করা হচ্ছে অ্যাম্বুলেন্স হিসেবে। 


এমন পরিস্থিতিতে রবিবার দুপুরে শেবাচিম হাসপাতাল চত্বরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ১২টি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে চারটির কোনো বৈধ কাগজপত্র পায়নি তারা। এ কারণে ওই চারটি কথিত অ্যাম্বুলেন্স মালিকের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। 


অভিযান টের পেয়ে অনেক চালক অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়।


 জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তী রায়। বিআরটিএ এবং মেট্রোপলিটন পুলিশ এই অভিযানে সহায়তা করে।