বামন্দীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: শনিবার ২৪শে সেপ্টেম্বর ২০২২ ০৬:৫৩ অপরাহ্ন
বামন্দীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

'বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



শনিবার বিকেলে বামন্দী ইউনিয়নের আয়োজনে  উপজেলার  বামন্দী সবজি হাটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।


বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল অপু সরোয়ার,বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামন্দী ইউপি চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান কমল।



প্রধান অতিথি পুলিশ সুপার রাফিউল আলম বলেন,সমাজে মাদক,সন্ত্রাস সহ যত অপকর্ম আছে তা নির্মূল করতে পুলিশ সবসময় মাঠে কাজ করছে।আপনাদের আনাচে-কানাচে যে সকল অপকর্মগুলো সংগঠিত হয় আপনারা তথ্য দেবেন আমরা সঙ্গে সঙ্গে এ্যাকশনে যাব।ছেলেমেয়েদের পারিবারিকভাবে সবসময় খেয়াল রাখবেন।কারণ পারিবারিক শিক্ষা ছেলেমেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 


এসময় গাংনী থানার তদন্ত ওসি মনোজিৎ কুমার নন্দী,বামন্দী ক্যাম্প ইনচার্জ ইসরাফিল হোসেন সহ মুক্তিযোদ্ধা,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।