দেবীদ্বারে হতদরিদ্র রোগীদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা অক্টোবর ২০২২ ০৫:৫০ অপরাহ্ন
দেবীদ্বারে হতদরিদ্র রোগীদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ

কুমিল্লা দেবীদ্বারে হতদরিদ্র পরিবারের রোগীদের মাঝে চিকিৎসা সামগ্রী (নেবুলাইজার) বিতরণ করেছে গংগা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।


মঙ্গবার দুপুরে উপজেলার জাফরগন্জ ইউনিয়নের বিষ্ণুপুর তাওহীদ আল রাহমান হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্স অডিটোরিয়ামে দরিদ্র শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর পরিবারের মাঝে ওই চিকিৎসা সামগ্রি বিতরণ করা হয়েছে।


গংগা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন'র চেয়ারম্যান মোজাম্মেল হক ভূইয়ার সভাপতিত্বে ও কুয়েত প্রবাসী কাজী রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় আয়োজিত ওই চিকিৎসা সামগ্রি বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী সাফিয়া সুলাইমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা কাজী বশিরুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আবু তাহের, সাংবাদিক শফিউল আলম রাজীব, আলামিন কিবরিয়া, মোঃ মুস্তাফিজুর রহমান প্রমুখ।