লালপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
মোঃ আশিকুর রহমান টুটুল, জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই অক্টোবর ২০২২ ০৫:৩৮ অপরাহ্ন
লালপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ পালিত হয়েছে।  এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা প্রমুখ।


জন্ম ও মৃত্যু নিবন্ধনে লালপুর উপজেলার ১০ টি ইউনিয়ন ১ টি পৌরসভার মধ্যে প্রথম স্থান অধিকার করে ৯ নং অর্জুনপুর বরমহাটী ইউনিয়ন। এসময় তাদের হাতে পুরস্কার তুলে দেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা।এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।