বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ১৪ই ডিসেম্বর ২০২২ ০৭:৪৩ অপরাহ্ন
বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে মুক্তিযুদ্ধকালীন পাক বাহিনীর ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত বরিশাল ওয়াপদা কলোনীর টর্চার সেল স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সেখানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করেন তারা। 


বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ৩০ গোডাউন এলাকার বদ্ধভূমি স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. শহিদুল্লাহ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে বিভাগীয় কমিশনার আমিন উল আহসান বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ আজ বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে। আগামীতে একটি সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করেন তিনি।


এদিকে দিবসটি পালন উপলক্ষে বেলা ১২টায় বরিশাল মহিলা ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সদর রোডের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 



অপরদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের দপ্তর সম্মুখে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি নামফলক স্তম্ভে বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এর নেতৃত্বে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিসিসি কাউন্সিলরবৃন্দ, জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। 


এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইটালি শহিদ, বরিশাল সিটি কর্পোরেশন এর ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলাল,২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর,২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড মাহবুবুর রহমান মধু। যুবলীগ সদস্য লাবু, রেজভী, ১৬ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ এর আহবায়ক আসম রাফি জুয়েল সহ বিভিন্ন ওয়ার্ড ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ফাইজুল ইসলাম সজিব, সাবেক মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন,  জেলা ছাত্রলীগের সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ,বরিশাল বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম, মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।