কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজার এলাকা থেকে আল আমিন নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তিলাই ইউনিয়ন পরিষদ ভবনের দেয়ালের সাথে ঝুলন্ত অবস্থায় আল আমিনের লাশ উদ্ধার করা হয়। সে তিলাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধামেরহাট বাজার এলাকার সাবেক ইউপি সদস্য মৃত আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাজারে আসা লোকজন আল আমিনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইউপি ভবনের দেয়ালের সাথে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে স্থানীয়রা তাকে ধামেরহাট বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন। এরপর কোনো একসময় সে ইউনিয়ন পরিষদের ছাদে থাকা পানির ট্যাংকের সাপ্লাই লাইনের পাইপে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, পরিষদ ভবনের ছাদে ওঠার সিঁড়ির গেইটে রাতে তালা দেওয়া থাকে। আল আমিন হয়তো পরিষদ ভবনের সাথে লাগোয়া গাছ বেয়ে ছাদে উঠেছে। তারপর পানির ট্যাংকের পাইপে রশি বেঁধে তাতে ঝুলে আত্মহত্যা করেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবারের সদস্যদের উদ্বৃতি দিয়ে বলেন, আল আমিনের পরিবারের সদস্যরা তার আত্মহত্যার কারণ জানেন না। তিনি আরও বলেন, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম জেলা মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।