পিরোজপুরের কাউখালী উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলার দুইটি ইউনিয়নে আলাদা আলাদা ভাবে কমিউনিটির ডায়ালগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মহাসিন কবির, ইউনিয়ন সমাজকর্মী আবুল বারাকাত, ইউপি সচিব আশুতোষ বড়াল সহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
পরে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ কার্যালয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকদার।
আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন সমাজকর্মী আবুল বারাকাত হোসেন, ইউপি সচিব ফিরোজ আলম সহ আরো অনেকে। উভয় অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা মহসিন কবির বলেন, শিশুদের সুরক্ষা ও সঠিকভাবে লালন-পালন কিভাবে করতে হবে তার উপর গুরুত্ব আরোপ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।