যুদ্ধের কারণে দেশে অর্থনৈতিক প্রভাব পড়তে পারে: মুক্তিযদ্ধ বিষয়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার ১লা জানুয়ারী ২০২৩ ০৬:২৪ অপরাহ্ন
যুদ্ধের কারণে দেশে  অর্থনৈতিক প্রভাব পড়তে পারে: মুক্তিযদ্ধ বিষয়কমন্ত্রী

যুদ্ধের কারণে সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রভাব পড়বে এবং এ প্রভাব আমাদের দেশেও পড়তে পারে। সেজন্য আগাম প্রস্তুতির জন্য মানুষকে প্রস্তুত থাকার জন্য  মাননীয় প্রধানমন্ত্রী উপদেশ দিয়েছেন। তবে আমরা আশাবাদি এদেশের মানুষের এধরণের  কোন অবস্থা মোকাবেলা করতে হবে না। ইনশাল্লাহ সব কিছু ভাল থাকবে। 


রবিবার দুপুরে উপজেলার চান্দরাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত পাঠ্য পুস্তক উৎসব দিবস  অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ অ্যাডভোকেড আকম মোজাম্মেল হক এমপি এসব কথা বলেন।


কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরনী উৎসবে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি  মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ অ্যাডভোকেড আকম মোজাম্মেল হক এমপি, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজবাহ উদ্দিন,কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মুরাদ কবির,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস,কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা খালেক প্রমূখ।