সরাইলে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ২৪শে মে ২০২৩ ০৭:৫৬ অপরাহ্ন
সরাইলে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা  কমিটির  মাসিক সভা ২৪ মে বুধবার সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 


সভায় সভপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন। 


সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাহের উদ্দিন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার,শাহবাজ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল খোদা চৌধুরী বাদল,কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো.সায়েদ মিয়া,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আলী, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া,পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.নৌসাদ মাহমুদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত জাহান,উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা মোছা.রোভী প্রমুখ। মাদক, চোর-সিন্ডিকেট ও ঈদ উপলক্ষে  দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি করে  তাদের বিরুদ্ধে বাজার মনিটারিং করা হবে।


উপজেলা নির্বাহী অফিসার  ও সভার সভাপতি মুহাম্মদ সরওয়ার উদ্দীন 

সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।