ধামইরহাটে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ২৮শে মে ২০২৩ ০৬:২৭ অপরাহ্ন
ধামইরহাটে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

নওগাঁর ধামইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ মে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো.শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যানের সোহেল রানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ, মৎস্য কর্মকর্তা, আইয়ুব আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, ওসি তদন্ত আব্দুল গনি, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম প্রমুখ। 


আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।