বর্তমান সরকারের উন্নয়ন ও স্মার্ট বামন্দী ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বামন্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে (১৭ই জুন) শনিবার দুপুরে উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি।
এসময় মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছাঃ লায়লা আরজুমান বানু, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ স্বপন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান সবুজ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল বলেন, বামন্দী ইউনিয়নের সার্বিক উন্নয়ন এমপি মহোদয়কে সঙ্গে নিয়ে করছি। তিনি বামন্দী ইউনিয়ন পরিষদের দিকে সুনজর রেখেছেন সবসময়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি খোকন বলেন, বামন্দী আমার নিজের ইউনিয়ন। এ ইউনিয়নে আমার জন্ম। তাই এখানে আমার নাড়িরটান রয়েছে। বিগত দিনের চেয়ে অনেক বেশি উন্নয়ন কাজ আমার নির্বাচনি মেয়াদকালে আমি করছি বামন্দী ইউনিয়নে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।