বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বুধবার ২৮শে জুন ২০২৩ ০৩:২২ অপরাহ্ন
বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ে নতুন রেকর্ড

দে‌শের দ্বিতীয় বৃহৎ বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ের রেকর্ড সৃ‌ষ্টি করে‌ছে। গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে ৩ কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হ‌য়েছে। এসময় সেতুর উপর দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৫ হাজার ৪৮৮টি। যা বঙ্গবন্ধু সেতু টোল আদায় বিগত রেকর্ডকে ভঙ্গ ক‌রে‌ নতুন রেকর্ড গ‌ড়ে‌ছে। 


এর আগে গত বছরের ৭ জুলাই সব্বোর্চ ৩ কো‌টি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হ‌য়ে‌ছিল। এসময় প‌রিবহন সেতু পারাপার হ‌য়ে‌ছিল ৪৩ হাজার ৫৯৫‌টি। 


বুধবার (২৮ জুন) সকাল ৮টায় বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।


সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, বুধবার (২৭ জুন) রাত ১২ হ‌তে বুধবার রাত ১২ পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপর দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৫৫ হাজার ৪৮৮টি। এরম‌ধ্যে শুধু মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ১৪ হাজার ১২৩‌টি। এর‌ বিপ‌রি‌তে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩  কো‌টি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। এতে উত্তরব‌ঙ্গের দি‌কে বে‌শি প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে।


 দেখা গে‌ছে এই ২৪ ঘণ্টায় ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী সেতু পার হ‌য়ে‌ছে ৩৬ হাজার ৪৯১‌টি প‌রিবহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৬৬ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে ১৮ হাজার ৯৯৭‌টি। এতে টোল আদায়ের পরিমান এক‌কো‌টি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।