মেহেরপুরে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মেরে জিসান হোসেন ও সামিউল ইসলাম বিজয় নামের দুই বন্ধু নিহত হয়েছে। ঈদের দিন বৃহস্পতিবার বিকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের নতুন দরবেশপুরে গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জিসান হোসেন মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ার মৃত আশরাফুল ইসলামের ছেলে ও সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে। জিসান মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
মেহেরপুর সদর থানার এসআই সঞ্জিব কুমার জানান, ঈদের দিন ঘুরতে বেরিয়ে তিনটি মোটরসাইকেলে ছয়জন বন্ধু চুয়াডাঙ্গা থেকে দ্রুতগতিতে মেহেরপুর ফিরছিলেন। নতুন দরবেশপুর নামক স্থানে পৌঁছানোর পর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টে ধাক্কা দেয়। এতে একই মোটরসাইকেলে থাকা জিসানসহ তার তিন বন্ধু আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক জিসান ও বিজয়কে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ায় বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।