আরব আল খারিজ জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাফিজুল ইসলাম হাফিজ করোনা পরিস্থিতিতে বিপদ সংকটে থাকা কর্মহীন, অসহায় ও দরিদ্রদেরকে নগদঅর্থ সহায়তা দিয়েছেন। মঙ্গলবার সকালে তার নিজ বাড়িতে প্রতিবেশী ও উচালিয়া পাড়া মোড়ে শতাধিক পরিবারকে তিনি এ অর্থসহায়তা প্রদান করেন।
এসব অর্থ তিনি সৌদি থেকে এ দেশের ক্রান্তিলগ্নে গরীব কর্মহীন মানুষকে দেওয়ার জন্য তার পরিবারের কাছে পাঠিয়েছেন। এ মানবতার মোঃ হাফিজুল ইসলাম হাফিজ সরাইল উপজেলার বণিক পাড়া বর্তমান ঠিকানা। গরীব কর্মহীন মানুষকে খুজে তার বড় সন্তান ইসমাইল যবীউল্লাহ তাজিম ও মোঃ মোস্তফা মহসীন নগদ অর্থ প্রদান করেন।
সৌদি আরব থেকে মোবাইল ফোনে হাফিজুল ইসলাম হাফিজ জানান, সারা পৃথিবী করোনা ভাইরাসের প্রভাবে সকলকেই আতঙ্কিত বা বিপদের মাঝে রাত – দিন অতিবাহিত হচ্ছে। লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ সব মানুষের একটূ সহযোগিতা করার চেষ্টা করছি।
তিনি সরকারের পাশেপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।করোনা ভাইরাস সচেতনতায় সরকারি আদেশ মেনে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন। সৌদি আরব থেকে আপনাদের সকলের দীর্ঘ আয়ুকামনা করি, আমাদের জন্য আপনারা দোয়া করবে। সৃষ্টিকর্তা করোনা ভাইরাস থেকে মুক্ত রেখে সকলকে সুস্থতা দান করুক।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।