দিনাজপুরের আত্রায় নদীর ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) দিনাজপুর কোতোয়ালি থানার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে সৈয়দপুর মহাসড়কের আত্রাই নদীর ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, দিনাজপুর সদর থানার ফুলবন গ্রামের মোকছেদুল হকের ছেলে সাকিবুল ইসলাম সজীব (২০) ও একই গ্রামের আনিছুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আত্রাই নদীর ওপর নির্মিত সেতুর রেলিংয়ে ধাক্কা লাগে। এ সময় দুই আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।